নেত্রকোনা জেলা শহরের বিএডিসি ফার্মের ভেতরে সেচ বিভাগের পরিত্যক্ত একটি পুরাতন ভবন ভাঙার কাজ করতে গিয়ে দেয়াল ধসে তিন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকালে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে নেত্রকোনা মডেল থানার পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনার বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’