Swadhin News Logo
বৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

কৃষিজমিতে পড়ে ছিল যুবকের লাশ, পুলিশ বলছে হত্যা

প্রতিবেদক
Nirob
আগস্ট ১৪, ২০২৫ ৭:২৬ অপরাহ্ণ
কৃষিজমিতে পড়ে ছিল যুবকের লাশ, পুলিশ বলছে হত্যা

যশোরের কেশবপুরে তারেক সরদার নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের বুড়িভদ্রা নদীর পাড়ে একটি কৃষিজমি থেকে লাশটি উদ্ধার করা হয়। এটিকে নির্যাতন করে শ্বাসরোধে হত্যাকাণ্ড বলছে পুলিশ।

নিহত তারেক সরদার (২৩) গৌরীঘোনা গ্রামের শহিদুল সরদারের ছেলে। তিনি খুলনার ডুমুরিয়ার ভরাতিয়া সরকারি আবাসনে স্ত্রীসহ বসবাস এবং টিউবওয়েল স্থাপনের কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কৃষিজমিতে শিম তুলতে গিয়ে স্থানীয় বাসিন্দা জোহর আলী লাশটি দেখতে পেয়ে চিৎকার দেন। এলাকাবাসী ঘটনাস্থলে এসে তার পরিচয় শনাক্ত করেন।

নিহতের স্ত্রী রিমা খাতুন জানান, বুধবার বিকালে তারেক গৌরীঘোনা গ্রামের বাড়িতে টাকা আনতে যাবেন বলে বের হন। কিন্তু আর ফেরেননি। তার মোবাইল বাড়িতে ছিল। সকালে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করেছেন রিমা।

পুলিশ জানায়, লাশের পেটের ডান পাশে ও ডান হাতের কনুইয়ে থেঁতলানোর চিহ্ন, বাম কান দিয়ে রক্ত এবং নাক দিয়ে সাদা ফেনা বের হচ্ছিল। গলায় রশি দিয়ে শ্বাসরোধের চিহ্নও পাওয়া গেছে লাশে।

কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) খান শরিফুল ইসলাম বলেন, ‌‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদীর ওপারে হত্যা করে এপারে কেউ লাশটি ফেলে যায়। কী কারণে কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।’

সর্বশেষ - আন্তর্জাতিক