Swadhin News Logo
বৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

মেঘনায় সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্টসহ জাহাজডুবি

প্রতিবেদক
Nirob
আগস্ট ১৪, ২০২৫ ৮:১৪ অপরাহ্ণ
মেঘনায় সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্টসহ জাহাজডুবি

চাঁদপুরের মেঘনা নদীর দোকানঘর এলাকায় সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্টসহ চাঁদতারা-৮ নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এ সময় ওই জাহাজে থাকা ৮ জন নাবিক স্থানীয় জেলেদের সহায়তায় প্রাণে রক্ষা পায়। এ ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর পৌনে ৫টায়।

চাঁদতারা-৮ জাহাজের মাস্টার মামুন শেখ জানান, মুন্সীগঞ্জের মুক্তারপুরে অবস্থিত শাহ সিমেন্ট কারখানা থেকে ১৮ হাজার ৫০০ বস্তা সিমেন্ট নিয়ে যশোর যাওয়ার পথে রাতে চাঁদপুর সদরের দোকানঘর এলাকায় জাহাজটি নোঙর করে রাখা হয়। তার পাশে জামান নামের আরেকটি জাহাজও নোঙর করা ছিল। আজ ভোর সাড়ে ৪টায় তারা যশোরের উদ্দেশে রওনা করলে মেঘনার তীব্র স্রোতে পাশের জাহাজের সঙ্গে ধাক্কা লেগে বাঁয়ে কাত হয়ে তাদের জাহাজটি মালামালসহ ডুবে যায়। এ সময় জাহাজে থাকা ৮ জন নাবিককে স্থানীয় জেলেরা উদ্ধার করেন।

চাঁদপুর নৌ থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বলেন, ‘এ ঘটনায় ডুবে যাওয়া জাহাজের পক্ষ থেকে এখনও (বিকাল ৩টা পর্যন্ত) নৌ থানায় কোনও অভিযোগ আসেনি। তবে আমরা ঘটনাস্থলে গিয়েছি। বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ এ বিষয়ে উদ্ধার অভিযান চালাবে।’

সর্বশেষ - আন্তর্জাতিক