Swadhin News Logo
শনিবার , ১৬ আগস্ট ২০২৫ | ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

শার্শা সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকসহ ৩ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

প্রতিবেদক
Nirob
আগস্ট ১৬, ২০২৫ ১০:১৪ অপরাহ্ণ
শার্শা সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকসহ ৩ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

যশোরের শার্শা সীমান্ত দিয়ে একজন ভারতীয় নাগরিক ও দুই বাংলাদেশিকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাদের আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে ভারতের মোস্তফাপুর সীমান্তের বিএসএফ সদস্যরা তাদের শালকোনা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠায়।

ফেরত আসা ব্যক্তিরা হলেন- খুলনার ডুমুরিয়া থানার শেখপাড়া এলাকার মৃত শহিদ শেখের ছেলে শাহিন শেখ (৩০) ও সাগর শেখ (২৮) এবং তাদের সঙ্গে আসা আনোয়ার হোসেন (২৫) ভারতের আসাম রাজ্যের গোয়ালপাড়া জেলার মাটিয়া থানার ভৌতিচর গ্রামের আফজাল শেখের ছেলে।

শার্শা থানা পুলিশ জানায়, গোড়পাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা রাতে টহল দেওয়ার সময় সীমান্তের নারিকেল বাড়িয়া গ্রামের রাস্তা দিয়ে তিন জনকে আসতে দেখে আটক করেন। জিজ্ঞাসাবাদে তারা জানান, বিএসএফ তাঁরকাটা পার করে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে তাদের। পরে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

ফেরত আসা শাহিন শেখ জানান, তারা দুই ভাই ভারতের হরিয়ানা রাজ্যে শ্রমিকের কাজ করতেন। ৫ অগাস্ট ভারতীয় পুলিশ তাদের আটক করে। পরে তাদের সীমান্তে নিয়ে এসে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়। গত কয়েকদিন ক্যাম্পে আটকে রাখার পর শুক্রবার রাত ৩টার দিকে তাদের সীমান্ত পার করে দেয় বিএসএফ। পরে আটক করে পুলিশ।

তবে তাদের সঙ্গে থাকা ভারতীয় নাগরিক সম্পর্কে জানতে চাইলে শাহিন শেখ বলেন, ‘আমরা তাকে চিনি না। বিএসএফ ক্যাম্পে তার সঙ্গে দেখা হয়।’

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, ‘গোড়পাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা রাতে টহল দেওয়ার সময় ওই তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। তারা জানান, বিএসএফ তাদের কাঁটাতারের বেড়া পার করে বাংলাদেশে পাঠিয়েছে। পরে তাদের থানায় নেওয়া হয়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয়ে জানতে চাইলে শালকোনা বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার শরিফ কবির আহমেদ বলেন, ঘটনাটি আমাদের জানা নেই।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত