
সংসদ ভবনের সামনে খালেদা জিয়ার কফিন
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ জাতীয় সংসদের সামনের অংশে নেওয়া হয়েছে। আজ বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক 2025-12-31
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ নেওয়া হয়েছে জাতীয় সংসদ ভবনের সামনের অংশে। জাতীয় পতাকায় মোড়ানো কফিনবাহী গাড়ি বুধবার (৩১ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে সংসদ ভবনের সামনে পৌঁছায়। কফিন বহনকারী গাড়িবহরের সঙ্গে একটি বাসে ছিলেন তার বড় ছেলে তারেক রহমান ও পরিবারের সদস্যরা।
এর আগে বেলা ১১টার দিকে গুলশানের ১৯৬ নম্বর বাসা থেকে মরদেহবাহী গাড়িবহর রওনা দেয়। তারও আগে সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার কফিন ওই বাসায় নেওয়া হয়। এ বাসাতেই অবস্থান করেন তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান। সেখানে পরিবারের সদস্য ও দলের নেতাকর্মীরা শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানান।
জানাজার আগে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে স্থাপিত মঞ্চে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কফিন রাখা হবে। কিছুক্ষণের মধ্যে সেখানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, একই স্থানে ১৯৮১ সালের ২ জুন তার স্বামী তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজা অনুষ্ঠিত হয়েছিল।
জানাজা শেষে বেলা সাড়ে ৩টার দিকে খালেদা জিয়াকে জিয়া উদ্যানে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে।
প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে জানাজা অনুষ্ঠিত হবে। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জানাজায় অংশগ্রহণে ইচ্ছুক নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। একই সঙ্গে জানাজা সুষ্ঠুভাবে সম্পন্নের স্বার্থে মিরপুর সড়ক ব্যবহার না করার অনুরোধ জানানো হয়েছে।
ডিএমপি জানিয়েছে, বিএনপি নেত্রীর কফিন বহনের জন্য এভারকেয়ার হাসপাতাল, ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে, কুড়িল ফ্লাইওভার, নৌ সদর দপ্তর হয়ে বাসভবন ফিরোজা এবং গুলশান-২, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, এয়ারপোর্ট রোড, মহাখালী ফ্লাইওভার, জাহাঙ্গীর গেট, বিজয় সরণি ও উড়োজাহাজ ক্রসিং এলাকার সড়কে বুধবার যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
উল্লেখ্য, গত ৪০ দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা খালেদা জিয়াকে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ‘আপসহীন নেত্রী’ অভিধায় পরিচিত খালেদা জিয়া টানা ৪১ বছর বিএনপির নেতৃত্ব দিয়েছেন। তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন, তিনবার প্রধানমন্ত্রী এবং দুইবার বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ জার্নাল/এনএম
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();














