Swadhin News Logo
মঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

জকসু: ভোট না দিতে পেরে আক্ষেপ কিছু শিক্ষার্থীর

প্রতিবেদক
Nirob
জানুয়ারি ৬, ২০২৬ ১০:৪৫ অপরাহ্ণ
জকসু: ভোট না দিতে পেরে আক্ষেপ কিছু শিক্ষার্থীর

জকসু: ভোট না দিতে পেরে আক্ষেপ কিছু শিক্ষার্থীর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভোটদানের সময়সীমা শেষ হওয়ায়, ভোট দেওয়ার সুযোগ না পেয়ে আক্ষেপ করেছেন অনেকে।

জার্নাল ডেস্ক

2026-01-06

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভোটদানের সময়সীমা শেষ হওয়ায়, ভোট দেওয়ার সুযোগ না পেয়ে আক্ষেপ করেছেন অনেকে।

মঙ্গলবার (৬ জানুয়ারি)  সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ শুরু হয়, যা একটানা বেলা ৩টা পর্যন্ত চলে।

ভোট দিতে আসা নাঈম ভূইয়া নামের এক শিক্ষার্থী গণমাধ্যমকে বলেন, আমাদের ছেলেদের কোনো হল নেই। আমাদের তো পড়াশোনা থাকে। আমি জানতে পারি, ৪টা পর্যন্ত ভোট দেওয়া যায়। তবে এসে দেখি আর গেইটে বন্ধ করে দিল।

নাঈম ভূইয়া একা নন, আরও কয়েকজন শিক্ষার্থীও ভোট দিতে না পেরে আফসোস করেছেন। তবে ভোটদানের সময়সীমা নিয়ে প্রশাসন তাদের সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছে।

এদিন দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেট বন্ধ করে দেওয়া হয়।

নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ বলেন, ওই সময়ের (দুপুর ৩টা) মধ্যে যারা ক্যাম্পাসে প্রবেশ করেছেন, তাদের ভোট নেওয়া হচ্ছে। সব কেন্দ্রের ভোটগ্রহণ শেষ হলে ব্যালট বাক্স কেন্দ্রীয় অডিটোরিয়ামে নেওয়া হবে, সেখানেই গণনা হবে বলেও জানিয়েছেন তিনি। ।

মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকেও শিক্ষার্থীদের লাইন দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে কেন্দ্রের ভেতরে থাকা শিক্ষার্থীরা ভোট দিয়েছেন।

এর আগে দুপুরে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ঘুরে শিক্ষার্থীদের ভালো উপস্থিতি দেখা যায়। পাশাপাশি ক্যাম্পাসের প্রতিটি ভোট কেন্দ্রে শিক্ষার্থীদের ভিড় দেখা যায়।

কেন্দ্রের বাইরে নিরাপত্তা আরও জোরদার করেছে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে দুইটি গেইট দিয়ে প্রবেশ ও বের হওয়া যাচ্ছে, সেখানে পুলিশ, র‍্যাব, বিজিবি ও বিশ্বিবদ্যালয়ের প্রক্টরিয়াল টিম অবস্থান করছে।

এই নির্বাচনের মাধ্যমে সাড়ে ১৬ হাজার ৬৪৫ জন শিক্ষার্থীর ভোটে এক বছরের জন্য কেন্দ্রীয় সংসদ গঠিত হবে। জকসুর ২১টি পদে জয় পেতে চারটি প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ১৫৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান বলেন, ভোটগ্রহণ শেষে ছয়টি ওএমআর মেশিনে ভোট গণণা সরাসরি সম্প্রচার করা হবে।

সূত্র: বিডি নিউজ

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

সর্বশেষ - আন্তর্জাতিক