Swadhin News Logo
সোমবার , ১২ জানুয়ারি ২০২৬ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

সিরাজগঞ্জে আ.লীগ নেতার বাড়িতে আগুন, সাংবাদিকের বাড়িতে বোমা নিক্ষেপ

প্রতিবেদক
Nirob
জানুয়ারি ১২, ২০২৬ ৪:৫২ পূর্বাহ্ণ
সিরাজগঞ্জে আ.লীগ নেতার বাড়িতে আগুন, সাংবাদিকের বাড়িতে বোমা নিক্ষেপ

সিরাজগঞ্জে আ.লীগ নেতার বাড়িতে আগুন, সাংবাদিকের বাড়িতে বোমা নিক্ষেপ

সিরাজগঞ্জের বেলকুচিতে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ এবং জেলা সদরে এক সাংবাদিকের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পৃথক এই দুই ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ না দিলেও পুলিশ তদন্ত শুরু করেছে।

জার্নাল ডেস্ক

2026-01-11

সিরাজগঞ্জের বেলকুচিতে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ এবং জেলা সদরে এক সাংবাদিকের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

শনিবার রাত আনুমানিক ২টার দিকে কার্যক্রম নিষিদ্ধ দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ইয়াহিয়ার দক্ষিণপাড়ার বসতবাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এতে তার ঘরের আসবাবপত্রসহ বসতঘরের একটি অংশ পুড়ে যায়।

এ ঘটনায় মো. ইয়াহিয়া বলেন, “আমাকে হত্যার উদ্দেশ্যেই গভীর রাতে আমার বসতবাড়িতে আগুন দেওয়া হয়েছে। রাজনৈতিক মামলার কারণে আমি বাড়িতে ছিলাম না। তবে ঘরে থাকা আমার স্ত্রী-সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যরা দ্রুত বের হয়ে যাওয়ায় প্রাণে বেঁচে গেছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে বসতঘর ও আসবাবপত্র পুড়ে গেছে।”

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদ উদ্দিন গণমাধ্যমকে বলেন, “অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত পরিবার রোববার দুপুর পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অন্যদিকে, শনিবার রাত ৯টার দিকে সিরাজগঞ্জ শহরের দিয়ারধানগড়া মহল্লায় সাংবাদিক শরিফুল ইসলাম ইন্নার বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। তিনি সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং এনটিভি ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি।

সাংবাদিক শরিফুল ইসলাম ইন্না দাবি করেন, স্থানীয় দুটি মহল্লার মধ্যে চলমান বিরোধের জের ধরে তার বাড়িতে এই হামলা চালানো হয়েছে। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে দিয়ারধানগড়া ও সয়াগোবিন্দ (ভাঙ্গাবাড়ী) মহল্লার মধ্যে দফায় দফায় মারামারি চলছে। শনিবার থানায় বসে বিষয়টির মীমাংসা করা হয়েছিল। আমার বাড়ি দুই গ্রামের সীমান্তে হওয়ায় হামলাকারীদের মূল লক্ষ্য ছিল আমার বাড়িতে আগুন দেওয়া।”

তিনি আরও বলেন, “রাতে তিনটি মোটসাইকেলে ছয়জন এসে আমার বাড়ি লক্ষ্য করে দুটি পেট্রল বোমা নিক্ষেপ করে। পাশাপাশি সামনের আরও দুটি বাড়িতেও পেট্রল বোমা ছোড়া হয়। পরে তারা দ্রুত পালিয়ে যায়। দ্রুত আগুন নেভানো সম্ভব হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।”

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “সংবাদ পাওয়ার পর রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। দুপুর পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।”

বাংলাদেশ জার্নাল/এনএম

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

সর্বশেষ - আন্তর্জাতিক