সালমানসহ ২৫ ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দিল বৈছাআ
জুলাই আন্দোলন চলাকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সমর্থন জানানো ২৫ ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
জার্নাল ডেস্ক 2026-01-13
জুলাই আন্দোলন চলাকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সমর্থন জানানো ২৫ ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে তাদের বিরুদ্ধে অভিযোগ জমা দেন বৈষম্যবিরোধীদের লিগ্যাল সেল সম্পাদক মোতাসিম বিল্লাহ মাহফুজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিগ্যাল সেলের সদস্য মোতাসিম বিল্লাহ মাহফুজ।
এ ব্যবসায়ীদের মধ্যে শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানও রয়েছেন। জুলাই আন্দোলনের মধ্যে ২০২৪ সালের ২২ জুলাই সরকারপ্রধানের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ব্যবসায়ীরা শেখ হাসিনার প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছিলেন। ওই অনুষ্ঠান সঞ্চালনা করেন সালমান এফ রহমান।
অভিযোগ জমা দেওয়ার পর ওই বৈঠকের ছবি দেখিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ বলেন, আমরা আজকে অভিযোগ দায়ের করেছি। এই ছবি আমাদের কাছে আছে, এই ছবির ভেতর থেকে স্পষ্ট, এদের চেহারাগুলো দেখা যাচ্ছে। আমরা এর মধ্যে ২৫ জন ব্যবসায়ীর নাম আইডেন্টিফাই করেছি এবং তাদের নামে অভিযোগ করেছি এবং অজ্ঞাতনামা আরও দুইশর অধিক রয়েছে। তদন্তকারী সংস্থাকে আমরা এখনই প্রসিকিউশনে বলে দিয়েছি, যত দ্রুত সম্ভব আজকের মাঝেই আমরা অনুরোধ করেছি- আজকের মাঝেই যাতে তদন্ত সংস্থার কাছে এটি পাঠিয়ে দেওয়া হয় এবং অতি দ্রুত যাতে বিচারিক যে কার্যক্রম, তদন্ত যে কার্যক্রম—সেটি শুরু করার মধ্য দিয়ে চার্জশিট প্রণয়ন করা হয় এবং তার পরবর্তীতে অ্যাজ আরলি অ্যাজ পসিবল বিচারিক যে কার্যক্রম সেটি যেন শুরু করা হয়।
রিফাত বলেন, এই আওয়ামী টাকায় এখনো আমার ভাই শরিফ হোসেন বিন হাদিকে গুলি করে হত্যা করা হয়। সেই আওয়ামী লীগের টাকায় এখনো আমার বোনদেরকে অনলাইনে এতটা বিচ্ছিরিভাবে হ্যারাসমেন্ট করা হয়, লাঞ্ছিত করা হয় যে তারা সুইসাইড করতে বাধ্য হচ্ছে। ৫ অগাস্ট জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বিপ্লবী সময়ে আমরা কিন্তু বাংলাদেশের আপামর সাধারণ জনগণকে কমান্ড দিয়েছিলাম—আপনারা কোনো প্রকার সহিংসতার দিকে যাবেন না। আপনারা বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ, সেগুলোকে রক্ষা করুন। আমরা রাষ্ট্র পুনর্গঠনের দিকে মনোযোগী ছিলাম। আমরা চেয়েছিলাম, সকল ভুলভ্রান্তি হাসিনার পলায়নের মধ্য দিয়ে এই আওয়ামী ফ্যাসিস্ট আওয়ামী এনেবলারসহ গোটা বাংলাদেশের যেখানে আওয়ামী ফ্যাসিবাদের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে রয়েছে, সেগুলোও পলায়ন করেছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, এগুলো আসলে মোটেও পলায়ন করেনি; বরঞ্চ ঘাপটি মেরে বসে আছে সুযোগ পেলেই চারা মাথা চাড়া দিয়ে ওঠে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলননের মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, লিগ্যাল সেলের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন, নারী সেলের সম্পাদক নূপুর আক্তার নোভা, লিগ্যাল সেলের ইশতিয়াক হোসেন ও আব্দুর রহমান বাকি।
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){ (function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){ _atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();
















