Swadhin News Logo
বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দিলে ট্রাম্পের কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি

প্রতিবেদক
Nirob
জানুয়ারি ১৫, ২০২৬ ৯:৪৮ পূর্বাহ্ণ
ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দিলে ট্রাম্পের কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি

ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দিলে ট্রাম্পের কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র ‘অত্যন্ত কঠোর পদক্ষেপ’ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, সহিংস দমনপীড়নে এ পর্যন্ত ২ হাজার ৪০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

2026-01-14

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করে তাহলে যুক্তরাষ্ট্র দেশটির বিরুদ্ধে ‘অত্যন্ত কঠোর পদক্ষেপ’ নেবে। এদিকে আন্দোলনকারী গোষ্ঠীগুলো বলছে, ইরানের কর্তৃপক্ষ সহিংস দমনপীড়নের মাধ্যমে ২৪০০ জনেরও বেশি সরকারবিরোধী বিক্ষোভকারীকে হত্যা করেছে।

গত সপ্তাহে আটক হওয়া এরফান সোলতানির (২৬) আত্মীয়রা বিবিসি ফার্সিকে জানিয়েছেন, বুধবার তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা।

ইরানের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণ ও নথিবদ্ধ করা নরওয়েভিত্তিক হেঙ্গাও অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসের এক প্রতিনিধি বিবিসিকে জানিয়েছেন, তারা কোনো মামলার এত দ্রুত নিষ্পত্তি হতে ‘কখনো দেখননি’।

রাস্তায় গাড়ি আগুন জ্বলছে। ছবি: রয়টার্স

মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, “যদি তারা তাদের ফাঁসিতে ঝুলায় তাহলে আপনারা কিছু দেখতে যাচ্ছেন, তারা যদি এমনটি করে তাহলে আমরা অত্যন্ত কঠোর পদক্ষেপ নেব।”

সোলতানির আত্মীয় বিবিসি ফার্সিকে জানিয়েছেন, ইরানের একটি আদালত ‘অত্যন্ত দ্রুত প্রক্রিয়ায়, মাত্র দুই দিনের মধ্যে’ তাকে মৃত্যুদণ্ড দিয়েছে।

এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, চলমান বিক্ষোভে নিরাপত্তা কর্মকর্তাসহ ২০০০ জন নিহত হয়েছেন। তবে এর জন্য তিনি ‘সন্ত্রাসীদের’ দায়ী করেছেন।

এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, তিনি ইরানের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মঙ্গলবার রাতে (ওয়াশিংটনের স্থানীয় সময়) হোয়াইট হাউজে এক বৈঠকে উপস্থিত থাকার পরিকল্পনা করেছেন। ইরানে বিক্ষোভকারীদের মধ্যে কতোজনের মৃত্যু হয়েছে তার ‘সঠিক সংখ্যা’ পাওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

রাস্তায় পড়ে আছে পোড়া বাস। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে,ইন্টারনেট বন্ধ থাকা সত্ত্বেও তারা এ পর্যন্ত ২৪০৩ জন বিক্ষোভকারী ও ১২ জন শিশুকে হত্যার বিষয়ে নিশ্চিত হয়েছে। সরকারের সঙ্গে সম্পর্কিত প্রায় ১৫০ জনও নিহত হয়েছেন।

হোয়াইট হাউজে ফেরার সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, “হত্যাকাণ্ডটি উল্লেখযোগ্য বলে মনে হচ্ছে, তবে আমরা এখনও নিশ্চিত হতে পারিনি।”

সংখ্যার বিষয়ে নিশ্চিত হতে পারলে ‘সে অনুযায়ী কাজ করা হবে’ বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার এর আগে ট্রাম্প তার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, “এসব হত্যাকাণ্ডের জন্য ইরানের কর্তৃপক্ষকে বড় ধরনের মূল্য চোকাতে হবে।” পাশাপাশি ইরানের জনগণকে ‘বিক্ষোভ অব্যাহত রাখার’ আহ্বান জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/এনএম

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

সর্বশেষ - আন্তর্জাতিক