
স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে ছুরিকাঘাতে হত্যা
বাংলাদেশ
প্রতিনিধি 2026-01-16
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় নির্বাচনি কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর উপজেলার এরশাদ বাজারে এ ঘটনা ঘটে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান।
নিহত নজরুল ইসলাম (৪৬) উপজেলার রামসিংহপুর এলাকার হাজী মফিজ উদ্দিনের ছেলে। তিনি ময়মনসিংহ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের কর্মী ছিলেন।
হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-১ আসনে ধানের শীষের প্রার্থী হয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সালমান ওমর রুবেল; যিনি হালুয়াঘাট উপজেলা বিএনপির সদস্য।
জানা গেছে, সন্ধ্যার পর উপজেলার এরশাদ বাজারে নিজের নির্বাচনি কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে যান স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল। উদ্বোধন শেষে ফেরার পথে বিএনপি প্রার্থী প্রিন্সের সমর্থকরা হঠাৎ তার ওপর হামলা চালায়।
এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হন নজরুল। তাকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল বলেন, কার্যালয় উদ্বোধন করে বের হওয়ার সময় অতর্কিত হামলা চালায় প্রিন্স ভাইয়ের লোকজন। হামলায় আমার কর্মী নজরুল আহত হন। পরে হাসপাতালে মারা যান তিনি। আমার কর্মী হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারে দাবি জানাচ্ছি।
এ হামলার অভিযোগ অস্বীকার করেন বিএনপি প্রার্থী প্রিন্স।
তিনি বলেন, “আমি হালুয়াঘাটের ব্যাপারটা নিয়ে পুরোপুরি অবগত নই। তবে প্রাথমিকভাবে যেটুকু শুনেছি, এটা তাদের পারিবারিক কোনো একটা সমস্যা নিয়ে ঝামেলা। এটাকে রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, দুলাভাই এবং বোন জামাইয়ের পাশাপাশি বাড়ি। তাদের মধ্যে আগের কোনো সমস্যা ছিল। যিনি মারা গেছেন, তিনি আমাদের দলের আগের সমর্থক। তবে এটা যদি এরকম হয়ে থাকে আমরা ব্যবস্থা নেব।”
ধোবাউড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে একজন মারা গেছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, বিএনপি মনোনীত প্রার্থী এমরান সালেহ প্রিন্স ও স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ জার্নাল/এমপি
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

















