Swadhin News Logo
শনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

খাগড়াছড়িতে সেনাবাহিনী-ইউপিডিএফ গোলাগুলি, বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার 

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৮:৪৬ অপরাহ্ণ
খাগড়াছড়িতে সেনাবাহিনী-ইউপিডিএফ গোলাগুলি, বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার 

স্টাফ করেসপনডেন্ট, খাগড়াছড়ি:

খাগড়াছড়ির পানছড়ির উপজেলার জগাপাড়া এলাকায় সেনাবাহিনীর সাথে সশস্ত্র পাহাড়ি সংগঠন ইউপিডিএফের (মূল) গোলাগুলির ঘটনা ঘটেছে।

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল ও আশপাশে অভিযান চালিয়ে সন্ত্রাসীদের ফেলে যাওয়া অস্ত্র  গোলাবারুদ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন। 

সেনাবাহিনী জানায়, আজ ভোরে গোপন তথ্যের ভিত্তিতে পানছড়ি উপজেলার জগাপাড়া গ্রামে ইউপিডিএফ (মূল) দলের সক্রিয় সদস্য মানেক চাকমার বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর সদর জোনের আওতাধীন পানছড়ি সাব-জোনের সদস্যরা। অভিযান চলাকালে সেখানে ১৫-২০ জন ইউপিডিএফ (মূল) সশস্ত্র সন্ত্রাসী দলের সশস্ত্র উপস্থিতি ছিল। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর জন্য তারা কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এক পর্যায়ে পাল্টা গুলি চালায় সেনাবাহিনী।

এর বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পরবর্তীতে মানেক চাকমার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। এ সময়, পালিয়ে যাওয়া সশস্ত্র সন্ত্রাসীদের রুট ও আশপাশে অভিযান চালিয়ে ১টি রাশিয়ান পিস্তল, ২টি ম্যাগাজিন, ৮ রাউন্ড পিস্তল এ্যামোনিশন, ৭.৬২ মি. মি. ২শ রাউন্ড এ্যামোনিশন, ১টি ওয়াকিটকি সেট এবং ফার্স্ট এইড বক্সসহ সন্ত্রাসীদের ব্যবহৃত ইউনিফর্ম উদ্ধার করে সেনাবাহিনী। 

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ঘটনার সাথে সংশ্লিষ্ট ইউপিডিএফ (মূল) দলের সামরিক শাখার ভুবন ত্রিপুরা, সুমেন চাকমা, তীব্র চাকমা, অর্কিড চাকমা, শংকর চাকমা, অঙ্গ মারমাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় সেনাবাহিনী।

সেনাবাহিনী আরও জানায়, পাহাড়ে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় বদ্ধপরিকর বাহিনীটি। সশস্ত্র সংগঠনের সন্ত্রাসীদের কারণে সাধারণ জনগণের জীবনযাত্রা যেন বিঘ্নিত না হয়, সেজন্যই অভিযান চলানো হয়েছে। ভবিষ্যতেও সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

/এএইচএম

সর্বশেষ - আন্তর্জাতিক