Swadhin News Logo
বুধবার , ৯ জুলাই ২০২৫ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

যমুনা টিভির ক্যামেরা দেখে পালানো ও ঘুষ নেয়া দুই ভূমি কর্মকর্তা বরখাস্ত

প্রতিবেদক
Nirob
জুলাই ৯, ২০২৫ ৩:৩২ অপরাহ্ণ
যমুনা টিভির ক্যামেরা দেখে পালানো ও ঘুষ নেয়া দুই ভূমি কর্মকর্তা বরখাস্ত

সাতক্ষীরা করেসপনডেন্ট:

সাতক্ষীরায় ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত দুই ভূমি কর্মকর্তাকে বরখাস্ত করেছেন জেলা প্রশাসক। বুধবার (৯ জুলাই) দুপুরে তাদের বরখাস্ত করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ২৭ মে নগরঘাটা ইউনিয়ন ভূমি অফিসে দুদকের অভিযানকালে ঘুষের টাকা ডাস্টবিনে লুকিয়ে রাখেন কর্মকর্তা আব্দুল মুকিত। এ নিয়ে জানতে চাইলে যুমনার ক্যামেরা দেখে দৌঁড়ে পালান এই কর্মকর্তা। এদিকে গুণে গুণে ঘুষের টাকা নেয়া তালার খেশরা ইউনিয়ন ভূমি কর্মকর্তা শিহাব আলীকেও বরখাস্ত করা হয়েছে।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মঈনুল ইসলাম জানান, দুইজন ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলমান থাকবে। তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তদন্তকারী কর্মকর্তাদের নিকট লিখিতভাবে জানানোর আহ্বানও জানান তিনি।

/এমএইচ

সর্বশেষ - আন্তর্জাতিক